লিবিয়া থেকে ১৪৪ জন অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় ১৪৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।
এসময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে ১৪৪ জনকে নগদ ছয় হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী উপহার হিসেবে এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়।
ভবিষ্যতে আর কেউ যেন দালালের খপ্পরে অবৈধভাবে বিদেশে পাড়ি না জমায়, সে বিষয়ে আত্মীয়-পরিচিতদের সচেতন করতে তাদের আহ্বান জানানো হয়।
—–ইউএনবি
আরও পড়ুন
কাল শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু
অনলাইনে রিটার্ন জমা ১০ লাখ ছাড়ালো