অনলাইন ডেস্ক :
ঢাকা, ৩০ জুলাই (ইউএনবি)- বুধবার (৩১ জুলাই) থেকে সব অফিস নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে।
মঙ্গলবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) চলবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে ২১ থেকে ২৩ জুলাই সাধরণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২৮ থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে সরকার।
আরও পড়ুন
সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের অংশীজনের সভা অনুষ্ঠিত
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে