November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 1st, 2024, 6:45 pm

দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রেন সংঘর্ষে ৫ শিক্ষার্থীর মৃত্যু, আহত ২০

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি স্কুল বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী নিহত ও ২০ জন আহত হয়েছে।

দেশটির পরিবহন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার বিকালে দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় এমপুমালাঙ্গা প্রদেশের মিডেলবার্গের একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে আর ২০ শিশু গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পরিবহন বিভাগ।

দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে এবং ট্রেনের চালক ও ক্রুরা কেউ আহত হননি।

এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে স্কুল পরিবহন সম্পর্কিত সড়ক সুরক্ষা প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানান দক্ষিণ আফ্রিকার পরিবহনমন্ত্রী বারবারা ক্রিসি।

রাস্তা ব্যবহারকারীদের বিশেষত লেভেল ক্রসিংগুলোতে চরম সতর্কতা অবলম্বন করতে এবং ট্র্যাফিক বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।

এর আগে জুলাই মাসে গাউটেং প্রদেশের জোহানেসবার্গের কাছে একটি মিনিবাস-ট্রাক সংঘর্ষে ১২ শিক্ষার্থী ও এক চালকসহ ১৩ জন নিহত এবং সাতজন আহত হয়।