গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সাকুরা পরিবহনের একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ডোমরাকান্দির লাম-মিম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের বাশার শেখ (৪০) ও খায়ের শেখ (৩৫), একই গ্রামের হাসান শেখ (২৯) ও দিগনগর গ্রামের ইয়ার আলী (৩৮)।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। আর আহত অটোরিকশাচালক হাসান শেখকে (২৮) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহত ২১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়ার আলী ও হাসান শেখ মারা যান।
—–ইউএনবি
আরও পড়ুন
গাজা যুদ্ধে ইসরাইলি সেনা নিহত বেড়ে ৮০০
শাকিবের ডাকে হাজির যেসব তারকা
ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ১০৩৪ রোগী