Friday, August 9th, 2024, 3:25 pm

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ড. ইউনূস ও তার উপদেষ্টাদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক :

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বেলা ১১টা ১৪ মিনিটে তিনি শহীদ মিনারে পৌঁছান এবং প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

দেশব্যাপী গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পরিপ্রেক্ষিতে নোবেলবিজয়ী অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার শপথ নেয়।