অনলাইন ডেস্ক :
ভেনেজুয়েলাতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
সোমবার দেশটির রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলের একটি শহরে এ বিস্ফোরণ ঘটে।
মিরান্ডা রাজ্যের গভর্নর হেক্টর রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ‘পেতারে শহরে একটি বিস্ফোরণে দুর্ভাগ্যজনকভাবে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানাচ্ছি।’
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গভর্নর বলেছিলেন, গ্যাস লিক ও সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
স্কুলে যাচ্ছে ৬ কোটি পাঠ্যবই, অনলাইনে মিলবে সব
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে
শীতার্ত মানুষের মাঝে রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ