আট দিন বন্ধ থাকার পর আবার পুরোপুরি চালু হলো জাতীয় জরুরি সেবা ৯৯৯।
পুলিশ সদস্যদের অনপুস্থিতির কারণে গত ৫ আগস্ট থেকে এটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।
মঙ্গলবার সকাল থেকে এই সেবা চালু করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ।
মিডিয়া বিভাগ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা-৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে। গত ৫ আগস্ট থেকে এই সেবা বন্ধ ছিল। কারণ পুলিশ সদস্যরা কর্মস্থলে ছিলেন না। এখন তারা কর্মস্থলে ফিরেছেন। এ কারণে জাতীয় জরুরি সেবা-৯৯৯ চালু করা হয়েছে।
এখন দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ বিনাপয়সায় ৯৯৯ নম্বরে কল করে সেবা নিতে পারবেন। এই মধ্যে অ্যাম্বুলেন্স, পুলিশ, আগুন ও অপরাধ-সংক্রান্ত প্রতিকারের বিষয়ে সেবা দেওয়া হয়।
তবে কেউ অযথা কল করলে তার নম্বর ব্লক করে দেওয়া হয়।
কেউ বিপদে পড়লে সাহায্য চেয়ে কল করলে সুনির্দিষ্ট তথ্য দিতে হয়। তার পরিপ্রেক্ষিতে সেই এলাকার নিকটস্থ থানা থেকে পুলিশ সদস্য সেই ব্যক্তিকে কল করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
—–ইউএনবি
আরও পড়ুন
মদ্যপানের কারণে সমাজে শত্রুতা ও বিবাদ সৃষ্টি হয়
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৭