অনলাইন ডেস্ক :
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি সম্বলিত মোট ৭৮ হাজার ৪৩০ পাউন্ড মূল্যমানের বেশ কিছু ব্যাংক নোট নিলামে ১১ গুণ বেশি দামে বিক্রি হয়েছে। চার্লসের মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রায় দুই বছর পর চলতি বছরের জুনে ৫, ১০, ২০ ও ৫০ পাউন্ডের ওই সব ব্যাংক নোট বাজারে এসেছে। রানির ছবিঅলা পাউন্ড স্টার্লিংয়ের নোটের নকশায় শুধু রাজা তৃতীয় চার্লসের ছবি যুক্ত করা ছাড়া আর কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন বাজারে ছাড়া নোটের শুরুর দিকের সিরিয়াল নম্বরগুলোর নিলামে চড়া দাম ওঠে।
১০ পাউন্ড মূল্যমানের এইচবি ০১০০০০০২ নম্বরের নোটটি বিক্রি হয়েছে সর্বোচ্চ দাম ১৭ হাজার পাউন্ডে। এ ছাড়া এক পাতায় ছাপা হওয়া (কাটার আগে) ধারাবাহিক নম্বরের ৫০ পাউন্ডের ৪০টি নোট ২৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। নোটগুলোর গায়ের ছাপা দাম মাত্র ২০০০ পাউন্ড। এটি ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ডের’ কোনো নিলামে সর্বোচ্চ দামের রেকর্ড। নিলাম কম্পানি স্পিংক জানিয়েছে, তারা ৭৮ হাজার ৪৩০ পাউন্ড মূল্যের ব্যাংক নোট মোট ৯ লাখ ১৪ হাজার ১২৭ পাউন্ডে বিক্রি করেছে।
ব্যাংক নোট সংগ্রাহকরা ০০০০০১ সিরিয়ালের কাছাকাছি নোটের ব্যাপারে আগ্রহ দেখান বেশি। গত জুন মাসে নোটগুলো বাজারে আসার পর ডাকঘর থেকেও সংগ্রাহকরা নোট সংগ্রহ করেছেন। ১৯৬০ সাল থেকে ব্যাংক অব ইংল্যান্ড রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি সংবলিত কাগজি মুদ্রা বাজারে ছেড়ে আসছিল। সূত্র : বিবিসি
আরও পড়ুন
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০
আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা, আসবাবকে বর্ষপণ্য ঘোষণা