সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে রাশিয়া ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে লেখা এক বার্তায় এ কথা জানিয়েছেন ল্যাভরভ।
বার্তায় তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানের পদে তৌহিদ হোসেনের নিয়োগের বিষয়ে জানতে পেরে আমি আনন্দিত।’
‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, যা ঐতিহ্যগতভাবে আমাদের দুই দেশের জনগণকে বাঁধনে বেঁধেছে।’
উপদেষ্টার সুস্বাস্থ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দায়িত্বশীল পদে তার সাফল্য কামনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
—-ইউএনবি
আরও পড়ুন
কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে জামায়াত: রিজভী
বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের