প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করায় ড. ইউনূসকে ফোন করে অভিনন্দন জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
এসময় কয়েক দশক ধরে বাংলাদেশে ব্যবসা করা শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের বাংলাদেশে থাকার এবং দেশের প্রবৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালনের পরামর্শ দেন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
—–ইউএনবি
আরও পড়ুন
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
৪৩তম বিসিএস গোয়েন্দা সুপারিশে বাদ ২২৭ জন, থাকছে পুনর্বিবেচনার সুযোগ
সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি: প্রধান উপদেষ্টা