অনলাইন ডেস্ক :
রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসায় লিমা আক্তার (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তাকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে যায়।
পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে লিমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে তার শরীরের বিভিন্ন জায়গায় কাটা জখমের চিহ্ন থাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লিমার গলায় ফাঁসের চিহ্ন থাকলেও দু’হাতে অসংখ্য ছোট ছোট কাটা জখম রয়েছে। এজন্য সন্দেহের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লিমার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা গেছে, চার তলার ফ্ল্যাটে চারজন ভাড়াটিয়া মিলে সাবলেট থাকতো। গত ছয় মাস ধরে হৃদয় ও লিমা আক্তার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসায় বাস করছিলেন। তবে চার দিন ধরে বাসার দরজা-জানালা বন্ধ থাকায় প্রথমে আশপাশের লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে দুর্গন্ধ বের হতে থাকে। পরে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।
আরও পড়ুন
৩ মিনিটেই যমুনা রেলসেতু পাড় হলো ট্রেন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
৩০ ছক্কায় নতুন রেকর্ড, হেলসের সেঞ্চুরি, ১৮৬ রানের জুটি—সিলেটের ২০৫ রান হেলায় পেরোল রংপুর