সিনহুয়া, ইসলামাবাদ :
জুলাই মাসে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় পাকিস্তানের বিভিন্ন অংশে অন্তত ১৮৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
নিহতদের মধ্যে ৯৬ জন শিশু ও ৩০ জন নারী রয়েছেন বলে এনডিএমএর প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ৬৮ জন নিহত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ সিন্ধু প্রদেশে যথাক্রমে ৬৫ ও ৩২ জন নিহত হয়েছে। এ ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ১৩ জন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাঁচজন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলে চারজন নিহত হয়েছে।
এ সময়কালে ৩৫২টি গবাদি পশু মারা গেছে এবং ২ হাজার ২৯৩টি বাড়ি ও ৩০টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেছে এনডিএমএ।
আরও পড়ুন
গাজা যুদ্ধে ইসরাইলি সেনা নিহত বেড়ে ৮০০
শাকিবের ডাকে হাজির যেসব তারকা
ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ১০৩৪ রোগী