সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল (যাকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল) এবং সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে রাজধানীতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে ডিবি।
তাজুল ইসলামকে বনশ্রী এলাকা থেকে, আহমদ হোসেন গুলশান থেকে এবং সোহায়েলকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ডিবির একটি সূত্র জানায়।
তাজুল ইসলাম টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালে তিনি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।
গত ১৯ আগস্ট (সোমবার) সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহেল র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আহমেদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে নেত্রকোনা-৫ আসন থেকে নির্বাচিত হন তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
কাঁদলেন গুলশানের সাবেক ওসি, বললেন শিক্ষার্থীদের পক্ষে ছিলেন
প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে : সারজিস
ঢাকা মহানগরে তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ