December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 21st, 2024, 3:30 pm

সিলেটের পুলিশ কমিশনার ও ডিআইজি বদলী

ফাইল ছবি

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান ও রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে বদলী করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো. মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খানকে ঢাকাস্থ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্তির আদেশ দেওয়া হয়।

এরমধ্যে সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে ঢাকাস্থ রেলওয়ে পুলিশের উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলী করা হয়েছে।

এ দুই কর্মকর্তাসহ একই আদেশে দেশের বিভিন্ন রেঞ্জ ও মহানগরের উর্ধ্বতন ১২ জন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বদলী করা হয়েছে।