December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 22nd, 2024, 8:31 pm

ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ৩৪

অনলাইন ডেস্ক :

ভারতের একটি ওষুধ কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। বৃহস্পতিবার (২২ আগষ্ট) এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, রাসায়নিক উপকরণ বিস্ফোরিত হওয়ায় আহতদের অনেকের চামড়া পুড়ে গেছে। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বিস্ফোরণটি এতোটাই শক্তিশালী ছিল যে নিহতদের অনেকের দেহের অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার বিকেলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপাল্লে জেলার ইসিনটিয়া ফার্মাসিউটিকাল ইউনিটে মধ্যাহ্ন বিরতি চলাকালীন অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

জেলা পুলিশ সুপার দীপিকা পাটিল বলেন, ‘উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে’ এবং এই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় আনাকাপল্লি এনটিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, তদন্তকারীদের ধারণা ‘গ্যাস লিক থেকে বিস্ফোরণ হয় এবং তা ইলেকট্রিক প্যানেলে আঘাত করে।’পুলিশ সূত্রে জানায়, কর্মীরা যখন মধ্যাহ্ন বিরতিতে খাওয়াদাওয়া করছিলেন, সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটে। গোটা কারখানা তখন ধূসর ধোঁয়ায় ঢাকা পড়ে। উপস্থিত কর্মীরা নাকমুখ ঢাকেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা এম. বুচাইয়াহ ইন্ডিয়ান এক্সপ্রেস ডেইলিকে বলেন, হতাহতরা প্রায় সবাই রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে ভয়াবহভাবে পুড়ে গেছেন। তিনি এ ঘটনাকে ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ বলে অভিহিত করেন। ‘আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময় তারা তীব্র ব্যথায় চিৎকার করছিলেন এবং দ্রুত জ্ঞান হারিয়ে ফেলেন’, যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে পোস্ট করে শোক প্রকাশ করেছেন। তিনি হতাহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান।