December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 27th, 2024, 7:47 pm

বাইডেন-মোদি ফোনালাপে বাংলাদেশ নিয়ে আলোচনা বিবৃতিতে এড়িয়ে গেল হোয়াইট হাউজ

অনলাইন ডেস্ক :

বাইডেন ও মোদি ফোনালাপে অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশ নিয়েও আলোচনা করেছেন- এমন তথ্য ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। অন্যদিকে এই ফোনালাপ নিয়ে বিবৃতিতে এ বিষয়টি এড়িয়ে গেল হোয়াইট হাউজ।

হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা করেছেন।

কয়েক দশকের মধ্যে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফর প্রসঙ্গ তুলে ধরে ইউক্রেনের জ্বালানি খাতসহ চলমান মানবিক সহায়তা এবং তার শান্তি বার্তার জন্য প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের সমর্থন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন দুই নেতা।

এছাড়াও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে কোয়াডের মতো আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতির ওপরও জোর দেন তারা।