অনলাইন ডেস্ক :
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু করেছে।
এছাড়াও, এই পাঁচটি আইভিএসি কেন্দ্র জরুরি ক্ষেত্রে- যেমন, বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের তৃতীয় দেশে ভ্রমণের জন্য ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেগুলোর জন্য সীমিত আকারে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
পরবর্তী সময়ে স্বাভাবিক কার্যক্রম শুরু না করা পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে বলে জানিয়েছে আইভিএসি।

আরও পড়ুন
বড়দিনে কক্সবাজারে পর্যটকের ঢল, শত কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
সেন্টমার্টিনে যাচ্ছে না কোনো জাহাজ, হতাশ পর্যটকরা
তিন মাস পর ভেসে উঠলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, কাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত