রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদকে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
গণঅধিকার পরিষদের নিবন্ধন নম্বর ৫১টি। দলীয় প্রতীক হিসেবে ট্রাক পেয়েছে দলটি।
ইসি সচিব মোহাম্মদ শফিউল আজিমের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কমিশন এটিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত ঘোষণা করেছে।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনারের কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি (ভিপি) নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। সে সময় কোনো কারণ ছাড়াই সে আবেদন নাকচ করা হয়।
—–ইউএনবি

আরও পড়ুন
হাদিসহ স্বৈরাচারের সময়ে যারা গুম-খুন হয়েছে তাদের ঋণ শোধ করতে হবে: তারেক রহমান
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াত আমির
গুলশানের বাড়িতে পৌঁছেছেন ডা. জুবাইদা ও জাইমা রহমান