January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 23rd, 2021, 8:48 pm

বরিশালে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি:

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আতাউল্লাহ মোল্লাকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গত বুধবার দিবাগত রাতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতাউল্লাহ মোল্লা হিজলা উপজেলার ভারুইয়া গ্রামের করিম মোল্লার ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারেক হাসান রাসেল জানান, শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তির খবর শুনে আতাউল্লাহ মোল্লা আত্মগোপন করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার রাত ৩টার দিকে হিজলা থানায় সোপর্দ করা হয় আতাউল্লাহকে। জানা যায়, ২০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থী। দুপুরে বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে সে। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জ্ঞান ফিরে আসলে শিক্ষার্থী তার মাকে জানায়, স্কুলে যাওয়ার পথে তার পথরোধ করে আতাউল্লাহ মোল্লাহ। এরপর মুখ চেপে ধরে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।