অনলাইন ডেস্ক :
বয়স মাত্র ১৬। অথচ এই বয়সেই বল হাতে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন ইংল্যান্ডের ফারহান আহমেদ। এবার দারুণ এক কীর্তি গড়লেন ফারহান। ভেঙে দিলেন দেড়শ বছরের পুরোনো এক রেকর্ড। সবচেয়ে কম বয়সে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নেওয়ার রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন উইলিয়াম গিলবার্ট গ্রেসকে (ডব্লিউ জি গ্রেস)। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’র ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে সারের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া ফারহান দ্বিতীয় ইনিংসে নেন আরও ৩ শিকার। তার এমন দারুণ বোলিং নৈপুণ্যে ম্যাচটি ড্র হয়।
ম্যাচে ২১৭ রান খরচায় ১০ উইকেট ঝুলিতে পুরেন এই স্পিনার। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড এখন ফারহানের। ১৬ বছর ১৮৯ দিনে এই কীর্তি গড়েছেন তিনি। আগের রেকর্ড ছিল জি গ্রেসের। তিনি প্রায় ১৭ ছুঁইছুঁই বয়সে এই কীর্তি গড়েছিলেন। তখন তার বয়স ছিল কাঁটায় কাঁটায় ১৬ বছর ৩৩৯ দিন। ১৫৯ বছর আগে ১৮৬৫ সালে ওভালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ওই কীর্তি গড়েছিলেন গ্রেস। জেন্টলম্যান অব সাউথের হয়ে প্লেয়ার্স অব সাউথের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার শোধ গ্রেস নিয়েছিলেন বল হাতে। প্রথম ইনিংসে ৪৪ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪০ রানে নিয়েছিলেন ৮ উইকেট।
এর আগে ফারহান এই ম্যাচে আর দুটি রেকর্ড নিজের করে নেন। ম্যাচটি খেলতে নেমে তিনি হয়ে যান প্রথম শ্রেণির ক্রিকেটে নটিংহ্যামশায়ারের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। পরে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।
আরও পড়ুন
দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে আসামি হতে পারেন সাকিব
ফের চেন্নাইয়ের নেতৃত্বে ধোনি!
ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ