অনলাইন ডেস্ক :
নোয়াখালী জেলা কারাগার থেকে চার আসামিকে লক্ষ্মীপুর নেওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য দগ্ধ হন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, নোয়াখালী কারাগার থেকে চার আসামিকে লক্ষ্মীপুর নেওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোতে থাকা আসামিদের বেগমগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত