ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, তিনি কোনোভাবেই মনে করেন না বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধের আশঙ্কা আছে।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা কোনো প্রতিক্রিয়া দেখাতে চাই না। আমাদের বুঝতে হবে তিনি (রাজনাথ) নিজের দেশের কথা ভেবে এ কথা বলেছেন কি না।’
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যে তিনি যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি বিস্মিত হয়েছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, রাজনাথ যেভাবে বলছেন, সেটি আসল কথাটা এড়িয়ে যেতে অপ্রয়োজনীয় কথা বলার মতো।
তিনি আরও বলেন, ‘ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য ভারতের যুদ্ধের প্রস্তুতির কোনো কারণ দেখছি না। আমি বুঝতে পারছি না হামাসের সমস্যার সঙ্গে এর কী সম্পর্ক এবং বাংলাদেশের সঙ্গে ইউক্রেন ও হামাসের তুলনাই বা কেন। তিনি কেন এ কথা বলেছেন তা আমরা খতিয়ে দেখব।’
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য বাংলাদেশের জন্য হুমকি কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি এখনও মনে করি, তিনি (রাজনাথ) অভ্যন্তরীণ স্বার্থে এ কথা বলেছেন। তাই এ নিয়ে অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না। আমরা অবশ্যই দেখব কী হচ্ছে এবং কেন এটি ঘটছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘সাধারণত যেকোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। আমরা দেখব (যদি এমন হয়)।’
——ইউএনবি
আরও পড়ুন
জাকসুর ভিপি স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবির সমর্থিত মাজহার
‘সরকার-উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে’
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ