রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে তিনি এই সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে সেনাবাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাবাহিনী প্রধান।
এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
এছাড়া দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যার সময় বন্যাকবলিত এলাকার মানুষকে উদ্ধার ও ত্রাণ সরবরাহে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন মোঃ সাহাবুদ্দিন।
—-ইউএনবি
আরও পড়ুন
বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন
অমর একুশে বইমেলা শুরু এ বছরের ১৭ ডিসেম্বর
হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়: নাহিদ