অনলাইন ডেস্ক :
ভারতের রাজধানী দিল্লির একটি আদালতে দুই পক্ষের গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
শহরটির রোহিনি এলাকায় আদালত ভবনের ভেতরে প্রতিপক্ষের হামলায় দেশটির মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় থাকা জিতেন্দ্র গগি নিহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গগিকে আদালতে বিচারকের সামনে হাজির করার পর আইনজীবীর ছদ্মবেশে থাকা প্রতিপক্ষের লোকেরা তার ওপর হামলা চালায়। পরে পুলিশের গুলিতে প্রতিপক্ষের দুই হামলাকারী মারা যায়।
হামলার পর আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

আরও পড়ুন
‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ নিন্দা জানাতে ইরানের রাস্তায় দাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল অস্ট্রেলিয়া
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা