December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 25th, 2024, 8:17 pm

যে কারণে ‘পুষ্পা ২’ থেকে বাদ পড়লেন তৃপ্তি

অনলাইন ডেস্ক :

বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানে দেখা যাবার কথা ছিল ‘অ্যানিমেল’ দিয়ে রীতিমতো জাতীয় ক্রাশের উপাধি পাওয়া তৃপ্তি দিমরি। কিন্তু এবার সিনেমাটি থেকে বাদ পড়েছেন বলেই খবর। ভারতীয় গণমাধ্যম বলছে, ‘পুষ্পা ২’র আইটেম গানের জন্য অডিশন দিয়েছিলেন তৃপ্তি। কিন্তু বিষয়টি তার জন্য ইতিবাচক হয়নি। তাইতো নির্মাতারা তাকে প্রত্যাখান করেছেন। তবে কোন বিশেষ কারণে নির্মাতারা তাকে প্রত্যাখান করেছেন তা জানা যায়নি।

২০২১ সালে মুক্তি প্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গান ‘ও আন্তাভা’তে নজর কেড়েছিলেন সামান্থা রুথ প্রভু। যে গানটি সেই বছর সেরার শীর্ষে ছিল। ধারণা করা হচ্ছে, সামান্থার সেই লেভেলকে টেক্কা দিতে না পারায়ই তৃপ্তিকে প্রত্যাখান করেছেন নির্মাতারা। তবে নতুন করে আইটেম গানে কে চুক্তিবদ্ধ হবেন সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি। এদিকে গেল ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ‘পুষ্পা ২’র। কিন্তু শেষমেশ পিছিয়ে যায় ছবিটির মুক্তি। এরপর মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয় ৬ ডিসেম্বর।

নতুন করে মুক্তি পিছিয়ে দেয়ার কারণ হিসেবে জানা যায়, এখনও শেষ হয়নি ‘পুষ্পা ২’-এর শুটিং। তাছাড়া পোস্ট প্রোডাকশনের কাজও বাকি রয়েছে। সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে। ‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ।