কক্সবাজারের রামিুতে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় তানজিম নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার মিঠাছছি কাইম্যারঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তানজিম (২) ওই এলাকার শাহিনের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার শাহিনের স্ত্রী রুবিনা আক্তার। তবে আর দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শিশুর বাবা মোহাম্মদ শাহিন বলেন, জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় আমার দুই বছরের শিশু নিহত হয়। আমার স্ত্রীও গুরুতর আহত হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। আহত রুবিনা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সকালে জেলা প্রশাসক উখিয়ায় একটি এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন। এ সময় টেকনাফের দিক থেকে আসা একটা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ির সামনে চলে আসে। মোটরসাইকেলের দুইজন আরোহীকে বাঁচাতে চালক একটা জায়গায় নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে সড়কের পাশে পথচারীকে ধাক্কায় দেয়। এতে এক শিশু নিহত হয়।
—–ইউএনবি

আরও পড়ুন
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল