অনলাইন ডেস্ক :
ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য চীনে গোপনে অস্ত্র প্রকল্প চালু করেছে রাশিয়া। এই প্রকল্পে দূরপাল্লার আক্রমণের জন্য ড্রোন তৈরি করা হচ্ছে। ইউরোপীয় গোয়েন্দার দুইটি সূত্র এবং নথি পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, রুশ মালিকাধীন অস্ত্র কোম্পানি আলমাজ-আন্তের সহায়ক সংস্থা আইইএমজেড কুপোল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে গারপিয়া-৩ নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করে পরীক্ষা করেছে।
চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কুপোলের কাজের রূপরেখা দিয়ে পাঠানো প্রতিবেদনে একথা বলা হয়েছে।
কুপোল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে, তারা চীনের একটি কারখানায় জি৩-সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। এসব ড্রোন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ ব্যবহার করা যেতে পারে। ইউক্রেনের যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান হিসেবে বলে আসছে রাশিয়া। এদিকে চীনে রাশিয়ার অস্ত্র প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর একজন মুখপাত্র। তিনি বলেছেন, ন্যাটো তাদের মিত্রদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করছে। এ ছাড়া হোয়াইট হাউজ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও রয়টার্সের এই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
আরও পড়ুন
ডিআর কঙ্গোতে আইএস-সমর্থক জঙ্গিদের হামলায় নিহত অন্তত ৩৮
সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা