বাংলাদেশ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের মধ্যে সহযোগিতা জোরদার এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে জবাবদিহি নিশ্চিতের বিষয়ে ‘অভিন্ন দৃষ্টিভঙ্গি’ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও আইসিসি চিফ প্রসিকিউটর করিম এ এ খান।
বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন তারা।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, রোহিঙ্গা গণহত্যা এবং জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করার বিষয়ে আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টার তিনটি প্রস্তাবের বিষয়ে প্রশংসা করেন করিম খান।
অধ্যাপক ইউনূস নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শফের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং কৃষি রূপান্তর, পানি ব্যবস্থাপনা, দুর্নীতি মোকাবিলা এবং সংস্কার বাস্তবায়নে সমর্থন চান।
এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ডিক ডারবিনের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
—–ইউএনবি

আরও পড়ুন
কোনো দুর্নীতি করিনি, হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি: ধর্ম উপদেষ্টা
নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম: স্বরাষ্ট্র উপদেষ্টা