January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 10th, 2024, 8:27 pm

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই, হাসপাতালে ভর্তি ৪০ হাজার ছাড়াল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি মাসের ১০ দিনে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হলো। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯৯ জনের।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৩ রোগী। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা, বরিশাল ও খুলনায় তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১৬৩ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ১৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৬, বরিশাল বিভাগে ৬২, ময়মনসিংহ বিভাগে ২৯, খুলনা বিভাগে ২৭, রাজশাহী বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ২২ ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৭ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন। এর মধ্যে গত মাসে সর্বোচ্চ ১৮ হাজার ৯৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি মাসে এখন পর্যন্ত ৯ হাজার ৪৬৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।