দাগনভূঞা প্রতিনিধি:
শারদীয় দূর্গোৎসবের আনন্দ সকল সনাতন সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে দিতে দাগনভূঞায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ীতে উপহারসামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ্ উদ্দিন সাঈদ।
বৃহস্পতিবার সকালে দাগনভূঞা উপজেলার প্রতিটি মন্দিরে গিয়ে দুঃস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিন জামায়াতের মজলিসে শূরা সদস্য ও এফবিসিসিআইয়ের সদস্য মেজবাহ উদ্দিম সাঈদ।
এসময় দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ্ উদ্দিন, সাধারন সম্পাদক কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান, সেক্রেটারী আবু সাঈদ মো. কামরুজ্জামান, সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন, সাবেক প্যানেল মেয়র নজির আহাম্মদ, শ্রদ্ধাঞ্জলি ফোরাম দাগনভূঞা শাখার সভাপতি মাস্টার পলাশ চন্দ্র, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যগ্ম আহ্বায়ক চন্দন কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০৫০ জন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ করা হয়।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ