January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 24th, 2021, 9:22 pm

টাঙ্গাইলে একাধিক গাড়ির সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাড়কে একাধিক গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মহাড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের কারো নাম পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ এগ্রো ফুডসের একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। একই সময় ওই গাড়ি পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের এএসআই মো. নবীন বলেন, হাসপাতালে আনার পর দুইজনের মৃত্যু হয়েছে। বাকি একজন চিকিৎসাধীন আছেন।