অনলাইন ডেস্ক :
ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসনারোর ছেলে করোনাক্রান্ত হয়েছেন। জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে তিনি করোনাক্রান্ত হন।
নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া ব্রাজিলীয় প্রতিনিধি দলের আরো দুইজন করোনাক্রান্ত হয়েছেন।
বলসনারোর ছেলে সে দেশের আইনপ্রণেতা এদুয়ার্দো বলসনারো (৩৭) ট্ইুটারে জানিয়েছেন, তিনি ভালো আছেন। নিজেই নিজের চিকিৎসা করছেন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী মার্সেলো কুইরোগো সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পর কভিড-১৯ আক্রান্ত হন। তাকে নিউইয়র্কের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। করোনাক্রান্ত অপরজন হচ্ছেন এক কূটনীতিক। তিনি জায়ের বলসনারোর আগে নিউইয়র্ক যান।
এ দিকে নিউইয়র্কে সাধারণ পরিষদের বিভিন্ন আয়োজনে বলসনারো মাস্ক ছাড়াই্ অংশ নেন। এ ছাড়া টিকা নিতেও অস্বীকৃতি জানিয়েছেন।
ব্রালিজিলিয়ান প্রতিনিধি দলকে সাথে নিয়ে বলসনারো নিউইয়র্কের ফুটপাত থেকে পিজ্জা কিনে খান। এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তিনি কিছু পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেন।
নিউইয়র্ক থেকে ফিরে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশানে চলে যান। কারণ তিনি স্বাস্থ্য মন্ত্রীর সংস্পর্শে এসেছিলেন।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০