নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বেশ কয়েকবার গেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রিকেটের বেশ কিছু সিদ্ধান্তের সঙ্গেও জড়িয়েছেন। তবে উপদেষ্টা হওয়ার আড়াই মাসের মাথায় আজই প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) যান তিনি।
ক্রীড়া উপদেষ্টার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন না বাফুফের বিদায়ী নির্বাহী কমিটির কোনো সদস্য। তিনি বাফুফের সাধারণ সম্পাদকসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। পরে বাফুফের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ফেডারেশনে আসার আগেই তিনি বলে দিয়েছিলেন আসছে নির্বাচনের কোনো প্রার্থী, এমনকি বিদায়ী নির্বাহী কমিটির কোনো সদস্য যেন তাঁর এই পরিদর্শনের সময় না থাকেন।
আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। ক্রীড়া উপদেষ্টা অবশ্য এই নির্বাচন নিয়ে ইতিবাচক হতে পারছেন না। নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু হবে, সেটি নিয়েই সন্দেহ আছে তাঁর। সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন সংবাদ সম্মেলনে, ‘আগের কাউন্সিলরদের প্রায় সবাইকে স্ব স্থানে বহাল রেখে নির্বাচনের বিপক্ষে আমি।’
তবে বাফুফে যেহেতু একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং তারা ফিফার নিয়মে চলে, ক্রীড়া উপদেষ্টা সেই প্রক্রিয়াকে সম্মান জানাচ্ছেন, ‘আগের যে রাজনৈতিক দুষ্টচক্র খেলাধুলাকে নিয়ন্ত্রণ করত, যাঁদের সঙ্গে খেলাধুলার ন্যূনতম সম্পর্ক নেই, তাঁরা এখনো জেলা ফুটবল সংস্থায় রয়ে গেছেন। আমার জানামতে, বেশ কয়েকজন জেলার কাউন্সিলর পলাতক আছেন। এ পরিস্থিতিতে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, সেটা নিয়ে সন্দেহ আছে। শুনেছি, কোনো কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। এই কারণে নির্বাচন কতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, জানি না।’
আরও পড়ুন
বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন
লাল কাপড়ে ঢাকা হলো ঢাকা পলিটেকনিকের মূল ফটক
পর্যাপ্ত প্রোটিন না খেলে শরীরে যা ঘটে