December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 22nd, 2024, 7:51 pm

ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৩৯ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৭ জন। তাদের মধ্যে ১২২ জন পুরুষ ও ১৩৫ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫৮ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। এই সময়ে এক হাজার ১১২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।