December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 22nd, 2024, 7:59 pm

জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

মঙ্গলবার বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন জাতীয় পার্টি মহাসচিব।

মহাসচিব বলেন, আইআরআই প্রতিনিধি দল বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, দেশের বর্তমান আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচন কমিশন ও নির্বাচন পদ্ধতি সংস্কার সম্বন্ধেও জানতে চেয়েছেন আইআরআই প্রতিনিধি দল। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাদের বিভিন্ন প্রশ্নে খোলামেলা কথা বলেন। সব দলের অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি নিয়েও কথা বলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব বলেন, গেল তিনটি নির্বাচনে জাতীয় পার্টি কোনো পরিস্থিতিতে নির্বাচনে যেতে বাধ্য হয়েছেন, তাও বর্ণনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যানের গোলাম মোহাম্মদ কাদের এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন আইআরআই বাংলাদেশ প্রধান জসুয়া রোজেনার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. রেজাউল ইসলাম ভূইয়া, শেরীফা কাদের, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়কদূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।