নিজস্ব প্রতিবেদক
২৬তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে সবচেয়ে দেরিতে শুরুতে হওয়া ম্যাচটিই শেষ হলো সবার আগে। বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে মাঠে গড়ানো রংপুর-চট্টগ্রাম ম্যাচটি শেষ হয়েছে আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে। চট্টগ্রামকে ইনিংস ও ৮১ রানে হারিয়েছে রংপুর। প্রথম রাউন্ডে জিতেছে ঢাকা মহানগরও, বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে তারা। ড্র হয়েছে অন্য দুটি ম্যাচ।
রংপুরের নায়ক বোলাররা
বাজে আবহাওয়ার কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে রংপুর ৯ উইকেটে ২৭৩ রান তুলেই ইনিংস ঘোষণা করেছিল। বগুড়ার ম্যাচটিতে এরপর দাপট দেখিয়েছেন রংপুরের বোলাররা। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়ে ফলোঅন করা চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ৮৯ রানে।
চট্টগ্রাম দ্বিতীয় ইনিংস শুরু করে আজ সকালেই। প্রথম সেশনেই দলটি ৮ উইকেট হারিয়ে করে ৫৭ রান। দলটির লেজের দুই ব্যাটসম্যান ইফরান হোসেন (১৫) ও ইয়াসিন আরাফাত (২৬) এরপর শুধু অবধারিত হারটাকেই শুধু একটু দেরি করিয়েছেন।
রংপুরের ৬ বোলার ভাগাভাগি করেছেন উইকেটগুলো। দলটির অধিনায়ক মিডিয়াম পেসার আবদুল্লাহ আল মামুন ৮ ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দুই ইনিংসেই ২টি করে উইকেট নেওয়া আরেক পেসার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচসেরা হলেন।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর: ২৭৩/৯ ডি.
চট্টগ্রাম: ১০৩ ও ৩২.১ ওভারে ৮৯ (ইয়াসিন ২৬; আল মামুন ৩/১০, রিজওয়ান ২/১৯, মুকিদুল ২/২১, রিশাদ ২/২৩)।
ফল: রংপুর ইনিংস ও ৮১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
আরও পড়ুন
শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত
যেসব কারণে প্রতিদিন ১টি কলা খাবেন