April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 22nd, 2024, 8:34 pm

সাব্বির-মাহিদুলের সেঞ্চুরি, অভিষেকে ৫ উইকেট আশরাফুলের

নিজস্ব প্রতিবেদক

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে ৫ উইকেট পেয়েছেন আশরাফুল ইসলাম। জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের তৃতীয় দিনে সেঞ্চুরি পেয়েছেন সাব্বির হোসেন ও মাহিদুল ইসলাম। সিলেটে রাজশাহীকে হারাতে রান তাড়ার ২৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে হবে খুলনাকে।

অভিষেকে ৫ উইকেট আশরাফুলের, ফলো অনে বরিশাল

সিলেট একাডেমি গ্রাউন্ডে আজ যখন তৃতীয় দিনের খেলা শুরু হলো বরিশালের স্কোর ২২/০। তৃতীয় দিনের শেষে সেই বরিশালের স্কোর ৩২/০। দিন শুরুর স্কোরটা প্রথম ইনিংসে, দিন শেষের স্কোরটা দ্বিতীয় ইনিংসের। ঢাকা মহানগরের বিপক্ষে ফলো অনে পড়েছে বরিশাল। ইনিংস ব্যবধানে হার এড়াতে আগামীকাল শেষ দিনে আরও ১৫৭ রান করতে হবে দলটিকে।

গতকাল ৫ উইকেটে ৪০৮ রানে ইনিংস ঘোষণা করেছিল মহানগর। সেদিন ২২ রান তুলে ফেলা বরিশাল আজ প্রথম ইনিংসে অলআউট ২১৯ রানে। ১৮৯ রানে এগিয়ে থাকা মহানগর বরিশালকে ফলো অন করায়।

বরিশালের প্রথম ইনিংসে ৭৩ রানে ৫ উইকেট নিয়েছেন অফ স্পিনার আশরাফুল ইসলাম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩টি যুব টেস্ট, ৫টি যুব ওয়ানডে ও ১টি যুব টি-টোয়েন্টি খেলা ২০ বছর বয়সী আশরাফুল প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই পেলেন ৫ উইকেট।

বরিশালের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৯৮ রান করেছেন ওপেনার ইফতেখার হোসেন। ৮ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ইফতেখারের এটিই সর্বোচ্চ ইনিংস। উদ্বোধনী জুটিতে আবদুল মজিদের সঙ্গে ৭৫ রান যোগ করা এই বাঁহাতি ফেরেন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দলকে ১৭০ রানে রেখে।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা মহানগর ১ম ইনিংস: ৪০৮/৫ ডি.
বরিশাল: ৭৭.৫ ওভারে ২১৯ (ইফতেখার ৯৮, মঈন ৩৫; তানভীর ২৬; আশরাফুল ৫/৭৩, মানিক ২/২২, আরিফ ২/৫৭) ও ২১ ওভারে ৩২/০ (মজিদ ১৫*, ইফতিখার ১৩*)।