January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 25th, 2021, 7:57 pm

ডামুড্যা গ্রামীণ সড়কের উপর কালভার্ট ভেঙ্গে পরায় এলাকাবাসীর দুর্ভোগ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

মোঃ নুরুল ইসলাম খোকন ২৫শে সেপ্টেম্বর ডামুড্যা উপজেলা দারুল আমান ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের গ্রামীণ সড়কের কালভার্ট ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসী যাতায়াতের দুর্ভোগ প্রহাতে হচ্ছে। কালভার্টটি দিয়ে অটো, রিক্সশা, ভ্যান আশা যাওয়া করে এবং স্কুল, কলেজও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যাতাযাতের অনুপোযগী হয়ে পরেছে। স্থানীয় বাবুল মাদবর বলেন, কালভার্টটি প্রচুর বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে ভেঙ্গে পরায় কারণে আমার ডেরি খামারে খাদ্য নিতে বহন খরচ দিতে বেশি হচ্ছে। দৈনিক তিনটি খামারের খাদ্য নিতে হয়। তিনি আরো বলেন, চেয়ারম্যান যদি বলেন নিজের অর্থায়নে মাটি ভরে দিবো। দারুল আমান ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন খান কালভার্টের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, কালভার্টটি সহ রাস্তাটি টেন্ডার হয়েছে। উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, রাস্তাটি টেন্ডার হয়ে আছে। বর্ষার কারণে কাজটি করা যাচ্ছে না। আগামী মাসের মধ্যেই কাজটি শুরু করবে বলে তিনি আশ্বাস দেন।