অনলাইন ডেস্ক :
সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছে এক চেকপয়েন্টে শনিবার গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমালিয়ার প্রধানমন্ত্রী রাজধানী মোগাদিসুর বিমানবন্দর থেকে আসা-যাওয়ার জন্য এই চেকপয়েন্টটি ব্যবহার করেন।
পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদম হাসান বলেন, বোমা হামলায় আরও ৯ জন আহত হয়েছেন।
আল-কায়েদার সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এর দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীটি প্রায়ই রাজধানীতে এই ধরনের হামলা চালায়।
আরও পড়ুন
‘উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তাঁদের পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে’
ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় অংশ জব্দ করা হবে: গভর্নর
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির