নিজস্ব প্রতিবেদক
দুই দিন পর মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া–৩’। মুক্তির আগে এখন চলছে জোর প্রচারণা। আজ বুধবার দুপুরে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ ফেসবুক পেজে ‘ভুল ভুলাইয়া–৩’ ছবির একটি পোস্টার কভার ফটো হিসেবে পোস্ট করা হয়েছে। সেই পোস্টে জানানো হয়েছে, ‘মুক্তির আর মাত্র দুদিন। অগ্রিম বুকিং এখন চালু আছে।’ ১ কোটি ৩০ লাখের বেশি অনুসারীর পেজ থেকে পোস্ট করা ‘ভুল ভুলাইয়া–৩’ ছবির বুকিং আহ্বানে একের পর এক মন্তব্য আসছে বাংলাদেশি সিনেমা নিয়ে। মন্তব্যের ঘরে সবাই খুঁজছেন শাকিব খানের ‘দরদ’ সিনেমার গান।
আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া–৩’ ছবির মিউজিক্যাল স্বত্ব টি-সিরিজের। ১ নভেম্বর মুক্তি পেতে যাওয়া কার্তিক-তৃপ্তির এই ছবির গান থেকে মুনাফা হবে বলে আশা করছে টি-সিরিজ কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশের ‘দরদ’ ছবির গানও প্রকাশের কথা ভারতের নামকরা প্রতিষ্ঠান টি–সিরিজ থেকে, এমনটাই জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। টি–সিরিজ থেকে ‘দরদ’ ছবির গান আসবে, এমন খবরে শাকিব–ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়। আগামী ১৫ নভেম্বর ‘দরদ’ ২২ দেশের প্রেক্ষাগৃহে মুক্তির খবরও জানিয়েছেন পরিচালক। দুই সপ্তাহের মতো বাকি থাকলেও এর মধ্যে ট্রেলার আর কয়েকটি লুক ছাড়া কিছুই প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। এ নিয়ে ভক্তরা ক্ষোভ প্রকাশ করেন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর।
টি–সিরিজ ফেসবুক পেজে ‘ভুল ভুলাইয়া–৩’ ছবির পোস্টে দুই ঘণ্টায় ৯ শতাধিক মন্তব্য এসেছে। বেশির ভাগ মন্তব্য শাকিব খান ও তাঁর মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবিটি ঘিরে। মন্তব্যকারীদের বেশির ভাগই ‘দরদ’ ছবির গান প্রকাশের অনুরোধ জানিয়েছেন। আশিক ইসলাম নামের একজন লিখেছেন, ‘কখন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারের গান প্রকাশিত হবে? আমরা আর অপেক্ষা করতে পারছি না। যত দ্রুত সম্ভব গান প্রকাশ করা হোক।’
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান