April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 2nd, 2024, 7:13 pm

রংপুরের রোভার স্কাউটদের পায়ে হেঁটে ১৫৩ কিলোমিটার পথ পরিভ্রমণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার এর রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ ক ইউনিট এর ২ জন ও খ ইউনিট এর ৩ জন মোট ৫ জন পায়ে হেঁটে ১৫৩ পরিভ্রমণে অংশগ্রহণ করে। কারিগরি শিক্ষা, “টেকসই ভবিষ্যত,” “সততায় উন্নতি, দূর্নীতি রোধ করি” “কারিগরি শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি” “পুনঃ ব্যবহার, পরিবেশের সুরক্ষা” * সততা চর্চার মাধ্যমে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের প্রসার ঘটাই।

* কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তুলি এবং স্বনির্ভরতা বৃদ্ধি করি । পুনঃ ব্যবহারের মাধ্যমে বর্জ্য হ্রাস করি ও কার্বন নিঃসরণ কমাই। এসব স্লোগানকে সামনে রেখে রবিবার সকালে রংপুর পলেটেকনিক ইনস্টিটিউট থেকে রোভার নাইমুর রহমান রোভার, নূরে আলম সিদ্দিক, রোভার দোলন মিয়া, রোভার আল আমিন হোসেন, রোভার খলিলুর রহমান নামে পাঁচ জন রোভার এই পরিভ্রমণ শুরু করেন।
প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে সেবা স্তর পরিভ্রমণ করা অত্যাবশ্যক। তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর ২০২৪ রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট হতে যাত্রা শুরু ৩১ অক্টোবর ২০২৪ বদলগাছি উপজেলা পরিষদ, নওগাঁয় পর্যন্ত ১৫৩ কিলোমিটার পরিভ্রমণ সমাপ্ত করে। যাত্রা পথে তারা ৪টি সরকারি উচ্চ বিদ্যালয়, ৩টি সরকারি কলেজ এ প্রায় ৮০০ শিক্ষার্থীদের মাঝে কারিগরী শিক্ষা, জলবায়ু পরিবর্তন ও স্কাউটিং বিষয়ক সচেতনতা ও বিতরণ করে। তারা প্রায় ৮০ টি হাট বাজারে প্রায় কয়েক হাজার সাধারণ মানুষের মাঝে তাদের সন্তানদের কারিগরী শিক্ষায় অংশগ্রহণ, পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা এবং লিফলেট বিতরণ করে।
পরিভ্রমন কারী রোভার সদস্যরা যাত্রা পথে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে, সুরা মসজিদ দিনাজপুর, পাহাড়পুর, নওগাঁ পরিদর্শ করে।
তারা আজ ৩১ অক্টোবর ২০২৪ বিকালে বদলগাছী উপজেলা পরিষদ নওগাঁয় তাদের পরিভ্রমণ সমাপ্ত করে।