November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 2nd, 2024, 10:02 pm

কে এই নোয়েল রবিনসন?

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করেন তিনি। সেসব ভিডিওতে গানের তালে নাচতে দেখা যায় তাকে। পথচলতি মানুষকে নাচ দেখিয়ে অবাক করেন তিনি। তবে তার বিশেষত্ব এনে দিয়েছে চুল।

নাম তার নোয়েল রবিনসন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ নোয়েল রবিনসন জার্মানির বাসিন্দা। তাকে এখন দেখা যাচ্ছে বাংলাদেশেও।
ইন্টারনেট ঘেঁটে জানা যায়, নোয়েল রবিনসন মূলত একজন নৃত্যশিল্পী।

নিজের নাচের ক্লাসের ভিডিও প্রথমদিকে তিনি আপলোড করা শুরু করেন। চেয়েছিলেন তার ক্লাসে যেন আরো বেশি মানুষ আসে। তবে ভিডিও ছেড়ে বনে যান সুপারস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তার লাখ লাখ ফলোয়ার।

২৩ বছর বয়সী নোয়েল রবিনসনের জন্ম জার্মানির বার্লিনে। নাইজেরিয়ান বংশোদ্ভূত নোয়েল ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড শুরু করেন। এখন শুধু ইউটিউবেই তার ১৭ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার। সবচেয়ে বেশি ফলোয়ার তার টিকটকে, ৪১ মিলিয়নের বেশি। পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুকেও তার অসংখ্য ফলোয়ার রয়েছে।

এখন বিভিন্ন দেশে রাস্তা, ক্যাফে, রেস্টুরেন্ট, বাস, ট্রেন ও শপিং মলে গিয়ে নাচের ভিডিও করে আপলোড করেন তিনি। তুরস্ক, নাইজেরিয়া, ভারত, মিসর, উগান্ডা, ইন্দোনেশিয়া, মরক্কোসহ অনেক দেশেই গেছেন তিনি। তবে ভ্রমণ করা দেশগুলোর মধ্যে নোয়েলের পছন্দ ব্রাজিল।

সম্প্রতি ঢাকার রাস্তায় ঘোরাঘুরির কয়েকটি ভিডিও নোয়েল তার টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউব প্ল্যাটফরমে আপলোড করেছেন। ‘নোয়েলগোজক্রেজি’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়েল রবিনসনের পরিচিতি।

তারকাখ্যাতির জন্য বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন নোয়েল। ২০২১ সালে অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হয় তার। পরে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন তিনি।