July 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 6th, 2024, 5:09 pm

ঈশ্বর একটা কারণে আমার জীবন বাঁচিয়েছেন, বিজয়ী ভাষণে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হতে চলা রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ঈশ্বর একটি কারণে আমার জীবন রক্ষা করেছেন।’

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে আজ বুধবার সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প ওই বক্তব্যের মধ্য দিয়ে মূলত এবারের নির্বাচনী প্রচার চলাকালে দুই দফা হত্যাচেষ্টা থেকে তাঁর বেঁচে যাওয়ার ঘটনাকে ইঙ্গিত করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আর ওই কারণ হলো, আমাদের দেশকে রক্ষা ও যুক্তরাষ্ট্রের মহিমা পুনরুদ্ধার করা। এখন আমরা একত্রে ওই লক্ষ্য পূরণ করতে চলেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমাদের সামনে যে কাজ রয়েছে, তা সম্পাদন করা সহজ হবে না। কিন্তু, আপনারা যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, তা পালন করতে আমি সর্বাত্মক চেষ্টা চালাব।’