November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 6th, 2024, 8:34 pm

ডামুড্যায় জরাজীর্ণ ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ

মোঃ নুরুল ইসলাম খোকন ৬ই নভেম্বর ডামুড্যা উপজেলায় ধানকাটি ইউনিয়নের এতিমখানা ছয়হিস্যা গ্রামের খালের উপরে ব্রিজ দীর্ঘদিন যাবত জরাজীর্ণ হয়ে পড়ে আছে এবং ব্রিজের মাঝখানের ঢালাই ভেঙ্গে রড দেখা যাচ্ছে। নতুন করে নির্মাণের দাবী এলাকাবাসী দীর্ঘদিনের। জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে পারাপার হচ্ছে তিন গ্রামের মানুষ। দশ থেকে বারো বছর ধরে এই ব্রিজটি পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়, কোনো রকম ব্রিজের উপরে জোড়াতালি দিয়ে চলতে হচ্ছে। পথচারীরা জানান, শরীয়তপুর তথা বরিশালসহ রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের সহজ রাস্তা হচ্ছে ইসলামপুর-ধানকাটি রোড গুরুত্বপূর্ণ। এই সড়কে আশেপাশে বহু শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য উপকেন্দ্র, কমিনিউিটি ক্লিনিক, হাট-বাজারসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। শরীয়তপুর জেলাসহ দৈনিক হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেছে। ছয়হিস্যা গ্রামের ভ্যান চালক নয়ন খা বলেন, এই ব্রিজের উপর দিয়ে ভ্যান নিয়ে পারাপার করতে অনেক কষ্ট হয়। খালের উপরে জরাজীর্ণ ব্রিজটি নতুন করে নির্মার্ণের দাবী এলাকাবাসীর দীর্ঘদিনের। ইসলামীয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া ইসলাম বলে, মাদ্রাসায় যাওয়ার আসার পথে ব্রিজটি উপরে উঠলে অনেক ভয় হয় না জানি কোন সময় নিচে পড়ে যায়। এই প্রসঙ্গে উপজেলা এলজিডির প্রকৌশলী আবু নাঈম বলেন, বর্তমানে কোনো বরাদ্দ নেই। বরাদ্দর জন্য চিঠি পাঠানো হয়েছে, নতুন করে বরাদ্দ আসলে কাজ করা হবে।