November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 6th, 2024, 10:18 pm

মেডিক্যাল কলেজ, ফাউন্ডেশন ও মসজিদ নির্মাণ করতে চায় আবু সাঈদের পরিবার

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবার।

বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করার জন্য আবু সাঈদের দুই ভাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছিলেন।

আবু সাঈদের ভাইয়েরা জানান, জাতিসংঘ সাধারণ অধিবেশনে মুহাম্মদ ইউনূস যখন আবু সাঈদ ও অন্যান্যদের আত্মত্যাগের কথা তুলে ধরেছিলেন, তখন তারা কাঁদছিলেন।

আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, ‘আমরা গর্বিত যে আপনি আবু সাঈদের বিপ্লবী ভূমিকা তুলে ধরেছেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার পর আমাদের গ্রামে এসে আমাদের সম্মানিত করেছেন।

তারা দুজন জানান, তারা নিহত আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন গড়ে তুলবেন। সেই ফাউন্ডেশন গরিবদের জন্য এবং জুলাই-আগস্টে আহত-নিহতদের সহায়তায় কাজ করবে। সেই সঙ্গে তারা তাদের গ্রামে একটি মসজিদ ও মেডিক্যাল কলেজ নির্মাণ করতে চান। এ জন্য তারা ইতিমধ্যে দুই মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছেন।

মুহাম্মদ ইউনূস তাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ কখনো শহীদ আবু সাঈদকে ভুলবে না। তার আত্মত্যাগ গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’