December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 11th, 2024, 7:41 pm

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের পাটগ্রামে করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ইসলাম নগর গ্রামের মৃত আব্দুল বিটের ছেলে আজিজার রহমান (৬০), ওই এলাকার মমিনপুর গ্রামের সদর উদ্দিনের ছেলে আব্দুল ওহাব (৪৫), সফর উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০) ও ইসলাম নগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোবারক হোসেন (৫৫)।

স্থানীয়রা জানান, ওই চারজন রেললাইনে বসেছিল। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন ঘটনা স্থলে মারা যান। তারা দিনমজুর বলে জানা গেছে।

ইসলাম নগর ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মমিনুর রহমান বলেন, রেলস্টেশনের পাশে ওই চার শ্রমিক বসেছিলেন। ধান মাড়াইয়ের শব্দের কারণে ট্রেনের হুইসেল শুনতে না পেরে চারজন ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ইনচার্জ মামুন হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।