নিজস্ব প্রতিনিধি:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের চায়ের দাওয়াতে অংশ নেন। সকাল ১০টায় মির্জা ফখরুলের নেতৃত্বে ৩ সদস্যদের একটি প্রতিনিধিদল গুলশানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবনে যায়।
প্রতিনিধিদলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
আরও পড়ুন
ভোটের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে: ড. মঈন খান
জুলাই সনদকে সংবিধানের ওপর না রাখা ও পিআর পদ্ধতিতে দ্বিমত বিএনপির
ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ঠেকাতে মব সৃষ্টি করা হচ্ছে: রিজভী