January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 26th, 2021, 9:35 pm

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৪২ ডেঙ্গুরোগী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাসের ২৬ দিনে এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ২৪২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার একজনে। রোববার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৪২ জনের মধ্যে রাজধানীর হাসপাতালে ১৮৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫৭ জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৪৩ জন। হাসপাতালে ভর্তি এক হাজার ৪৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৮১৪ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২২৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ২৫৩ জন। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৪২ রোগীর মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬২ জন ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ১২৩ জন ভর্তি হন। এ ছাড়া ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৫৭ জন ভর্তি হন। চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৭ হাজার ৩৫৭ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন ও ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সাত হাজার একজন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৬১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন ও চলতি মাসে (২৬ সেপ্টেম্বর পর্যন্ত) ১৫ জনের মৃত্যু হয়।