বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারত শোকাহত। তারা শেখ হাসিনার জন্য খুব কষ্ট পাচ্ছে। তারা ষড়যন্ত্র করছে তাকে আবার ক্ষমতায় বসানোর। শুধু শেখ হাসিনার জন্য তাদের মিডিয়া একটি স্বাধীন দেশ নিয়ে অপ্রচার চালাচ্ছে। ভারতকে বলব, শেখ হাসিনার প্রতি যদি এত মায়া, তাহলে তার জন্য আরেকটা তাজমহল তৈরি করেন।রবিবার (১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী কলেজ মাঠে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া জেল-জুলুমকে মেনে নিয়ে দেশেই ছিলেন এবং আছেন। আর শেখ হাসিনা নেতা-কর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।
তিনি বলেন, বিএনপি হচ্ছে আদর্শের দল, উৎপাদনের দল, মানুষের ক্ষুধা নিবারণের দল। আর আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল, টাকা পাচারকারীদের দল, দুর্বৃত্তদের দল। বাংলাদেশ ব্যাংক-সোনালী ব্যাংক-বেসিক ব্যাংকের টাকা লোপাট হয়ে গেছে। এইসব শেখ হাসিনার অবদান।
প্রধান উপদেষ্ট্রার উদ্দেশে তিনি বলেন, আপনি চোখ-কান খোলা রাখুন। প্রতিদিনই ভয়ংকর ভয়ংকর ষড়যন্ত্র হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।
আরও পড়ুন
১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ
‘আমি কোনো এক্সিট খুঁজছি না, বাকিটা জীবনও বাংলাদেশে কাটিয়ে যাব’
নির্বাচনের দিন আলাদা ব্যালটে জুলাই সনদের গণভোট নেওয়া যায়: সালাহউদ্দিন আহমেদ