পাবনা প্রতিনিধি: পাবনায় গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে সদর উপজেলার জালালপুর ঈদগাহ মাঠের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।
পাবনায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকরতা(ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার জালালপুর বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন রফিজুল ইসলামের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, জব্দকৃত অস্ত্র ও গুলি পুলিশ লাইনের অস্ত্রাগারে জমা রাখা হবে। ভবিষ্যতে যদি তদন্ত করে অস্ত্রের মালিককে পাওয়া যায় তখন মামলা দায়ের হবে।
আরও পড়ুন
রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে ‘দখলের’: মির্জা ফখরুল
দেশে সাংবাদিকতার কোনো পরিবেশ রাখেনি আওয়ামী লীগ: আমীর খসরু
নির্বাচনের আগে আশা করছি সব অস্ত্র উদ্ধার করতে পারব: স্বরাষ্ট্র উপদেষ্টা